In the end, it’s not the years in your life that count. It’s the life in your years.

— Abraham Lincoln

The Broker Web Series

The Broker Web Series Zee5

“”” কিছু মানুষ আছে তারা লোহা ধরলে লোহা হইয়া যায় সোনা, আর আমি যা এই ধরি সব কয়লা হইয়া যায় কয়লা”””
এই সংলাপটা নিয়ে অনেক্ষন ভাবলাম যে, মানুষ কত ভাবে
ব্যর্থ হলে এই কথা বলতে পারে। আমাদের সমাজে এমন অনেকেই আছে যাদের কিছুতেই কিছু হচ্ছে না তারা বার বার
ব্যর্থ হয়েই যাচ্ছে। এই রকমেই একজন ব্যর্থ যুবকের গল্প নিয়েই এই ওয়েব ফ্লিমটি।
বলছিলাম আবু হায়াত মাহমুদ পরিচালিত ওয়েব ফ্লিম
“THE BROKER” এর কথা। যেখানে অভিনয় করেছেন মোশাররফ করিম, নাজিয়া হক অর্ষা সহ আরো অনেকে।
প্রথমেই বলবো মোশাররফ করিম এর কথা। মাঝে মাঝে ভাবি যে এই মানুষটা কিভাবে পারে এতো নিখুঁত অভিনয় করতে। এই কাজটিতে সব আলো সে একাই কেড়ে নিয়েছে। শুধু এই ফ্লিমেই না তার অভিনিত সব কাজের চরিত্রগুলোর ভিতরেই তিনি ঢুকে যান সাবলিল ভাবে।
তাছাড়া অর্ষা, সহিদুল্লাহ সবুজ তারা চরিত্র অনুযায়ী ঠিকঠাক অভিনয়টা করতে পেরেছে।
এই ফ্লিমের সবচেয়ে ভালো লেগেছে যে দিকটা সেটা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো খুবেই ভালো লেগেছে।
তাছাড়া আবু হায়াত মাহমুদ এর পরিচালিত কাজগুলোর নির্মান ভালোই হয়ে থাকে বরাবরের মতো এই কাজটিও একটি সুন্দর নির্মান।
সবমিলিয়ে কাজটি উপভোগ করার মতো।
যারা এখন ও দেখেননি তারা দেখতে পারেন আশা করি ভালো লাগবে।
দেখতে পারবেন শুধু ZEE5 এ…

ভালো বাবা না ভালো মানুষ? কোন পথ বেছে নেবে #TheBroker?

The Broker | Mosharraf Karim | Abu Hayat Mahmud | Review | Bangla Web Series.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply