Do not look for a sanctuary in anyone except your self.

— Buddha

স্বার্থবাদী সমাজ

যে পরিবারের ছেলেরা মাঝখানে সিঁথি করে চুল আঁচড়ায়, চুল স্পাইক করা ছেলে দেখলেই তাদের বখাটে মনে হয়। টিফিনক্যারিয়ার হাতে অফিস যাওয়া ছেলে থাকলেই অন্যের সিগারেট খাওয়া ছেলেকে মাস্তান মনে করে। নিজের ছেলেকে চাপ দিয়ে নিজেদের পছন্দমতো বিয়ে দিতে পারলেই অন্যের প্রেম করে বিয়ে করা ছেলেটাকে বেয়াদব আখ্যা দেয়।

আমাদের সমাজে সবাই সুপ্যিউরিটি কমপ্লেক্সে ভোগে। সিএনজি চালক ভাবে রিকশাওয়ালার সাথে বসে চা খেলে তার লেভেল নিচে নেমে গেলো। অফিসের সিনিয়র অফিসার জুনিয়র অফিসারের সাথে খোলামনে গল্প করাকে নিজের জন্য অসম্মানের মনে করে।

এখানে যে দশ হাজার টাকার দুর্নীতি করে সে ভাবে শুধু দশ লাখ টাকার দুর্নীতি করারাই চোর। দশ লাখ টাকার দুর্নীতি করা লোকেরা ভাবে দশ কোটি টাকা দুর্নীতি করলেই কেবল দেশ ধ্বংস হচ্ছে।

সবাই নিজের হিসাব ষোলোআনা বোঝে। কেবল জানে না অন্যকে কিভাবে সম্মান করতে হয়! সম্মান তো দূরের কথা, অন্যকে হজম করতেই কষ্ট হয়ে যায়। কিন্তু অন্যকে হজম করতে না পারলে, নিজেকে কিভাবে হজম করবেন?

Writer: বাক্সবন্দী কবি

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply