সদুপদেশ গ্রহন করার জন্য অন্তরে আগ্রহ সৃষ্টি না হওয়া এবং নিজের অভিমত খণ্ডিত হতে দেখেই অন্তরে ক্রোধের সৃষ্টি হওয়ার নামই অহংকার। আত্মপ্রশস্তি ও অহংকার মানুষকে নিম্নস্তরে নিয়ে যায়।

— ইমাম গাজ্জালি (রহঃ)

নীলার সাথে আত্মকথন

#শাওন_মল্লিক

#কাব্যগ্রন্থ_অবান্তর_নীলা

মেয়েটা কি দেখে আর কেনো আমার প্রেমে কেনো পড়লো জানি না…
প্রেম কি, ভালোবাসা কি? সে কি আদেও উপলব্ধি করতে পেরেছে?
উপলব্ধি তো আমিই করতে পারি নি আমার জীবন এ…
যাক প্রেম নিয়েই বলি…
কি আছে আমার মধ্যে?
আচ্ছা! এ প্রশ্নের কি আদেও কি কোনো উত্তর হয়?
সেও আমাকে বারম্বার একই প্রশ্ন করেছিলো…
আমিও তো উত্তর দিতে পারিনি…
আরে এ প্রশ্ন টি যেনো সত্তা বিদ্ধ করে…
নিজেকে নিজেই বিশ্বাস করাতে পারি না কিছুক্ষেত্রে
চোখ মুখ ব্যাকুল হয়ে পড়ে তাকে না দেখলে…
আবার সে মায়া চোখে চোখ ও রাখতে পারি না..
এই বুঝি চোখ ঝলসে উঠলো!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply