Spread love everywhere you go. Let no one ever come to you without leaving happier.

— Mother Teresa

প্রাণের রাধার কোন ঠিকানা

প্রাণের রাধার কোন ঠিকানা,
কোন ভুবনে কোন ভবনে,
বলতে পারে কোন সজনী, কোন স্বজনে!
ঘুরে দেশে দেশান্তরে,
এলাম শেষে তেপান্তরে,
রাধার দেশে পেলেম না রে
শুধাইলাম জনে জনে!
হায় কি তারে পাবো না কো
দিশেহারা এই জীবনে!
মনের চকোর কেঁদে মরলো,
হায়, চাঁদ উঠেছে কোন গগনে!
প্রাণের কথার লিখনগুলি
লিখে নিয়ে তুলে রাখি!
ডাকঘরে হায় নিলে না কো,
ফিরে দিলে ডাকপিয়নে!

Credits
Writer(s): Ashok Roy, Tarashankar Banerjee

praner radhar kon thikana lyrics

Praner Radhar Kon Thikana | প্রাণের রাধার কোন ঠিকানা

What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply