In the end, it’s not the years in your life that count. It’s the life in your years.

— Abraham Lincoln

তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় ?

তুমি কি দেখেছ কভু
জীবনের পরাজয় ?
দুঃখের দহনে, করুন রোদনে,
তিলে তিলে তার ক্ষয়
জীবনের পরাজয়
তুমি কি দেখেছ কভু
জীবনের পরাজয় ?
দুঃখের দহনে, করুন রোদনে,
তিলে তিলে তার ক্ষয়
তিলে তিলে তার ক্ষয় ।।
আমি তো দেখেছি কত যে স্বপ্ন
মুকুলেই ঝরে যায়।
শুকনো পাতার মর্মরে বাজে
কত সুর বেদনায় ।।
আকাশে বাতাসে নিষ্ফল আশা
হাহাকার হয়ে রয় ।
দুঃখের দহনে, করুন রোদনে,
তিলে তিলে তার ক্ষয়
তিলে তিলে তার ক্ষয়।
প্রতিদিন কত খবর আসে যে
কাগজের পাতা ভরে,
জীবন পাতার অনেক খবর
রয়ে যায় অগোচরে ।।
কেউ তো জানে প্রাণের আকুতি
বারে বারে সে কি চায়
স্বার্থের টানে প্রিয়জন কেন
দূরে সরে চলে যায় ।।
ধরণীর বুকে পাশাপাশি তবু
কেউ বুঝি কারো নয় ।
দুঃখের দহনে, করুন রোদনে,
তিলে তিলে তার ক্ষয়
তিলে তিলে তার ক্ষয়
তুমি কি দেখেছ কভু
জীবনের পরাজয় ?
দুঃখের দহনে, করুন রোদনে,
তিলে তিলে তার ক্ষয়
তিলে তিলে তার ক্ষয়
তুমি কি দেখেছ কভু
———————————
গান: তুমি কি দেখেছ কভু
শিল্পী: আব্দুল জব্বার
সুরকার: সত্য সাহা
ছায়াছবি: এত টুকু আশা (১৯৬৮)

tumi ki dekhecho kobhu lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply