নিশ্চয়ই যারা পিতৃহীনদের সম্পদ গ্রাস করে তারা তাদের উদরে অগ্নি ভক্ষণ করে, তারা জ্বলন্ত আগুনে জ্বলবে ৷ –4:10

— পবিত্র কোরআন

একদিন স্বপ্নের দিন

একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন
একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন
সেই ভাবনায়, ভাবি মনে হয়
দু’টি নয়নেতে ঘোর বর্ষা নামে
সেই ভাবনায়, ভাবি মনে হয়
দু’টি নয়নেতে ঘোর বর্ষা নামে
আসে না ফাগুন, মনেতে আগুন
আসে না ফাগুন, মনেতে আগুন
এমন বিরহ জ্বালায়, স্মৃতির মেলায়
কাটেনা আর দিন
একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
একদিন স্বপ্নের দিন।
একদিন হঠাৎ হাওয়া
থামিয়ে আসা যাওয়া
প্রশ্নের জাল বুনে
শুরু হয় চাওয়া-পাওয়া
আজ শুধু পথ চাওয়া
বিরহের গান গাওয়া
ভাবনার নদী বুকে
উজানেতে তরী বাওয়া
শুধু সেই গান ভোলে অভিমান
চোখে অকারণ, ঘোর বর্ষা নামে
শুধু সেই গান ভোলে অভিমান
চোখে অকারণ, ঘোর বর্ষা নামে
আসে না ফাগুন, মনেতে আগুন
আসে না ফাগুন, মনেতে আগুন
এমন বিরহ জ্বালায়, স্মৃতির মেলায়
কাটেনা আর দিন
একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
একদিন স্বপ্নের দিন
যদি এ পথ ধরে
আমার এ মনের ঘরে
চিঠি হয়ে অগোচরে
আসে কেউ চুপিসারে
চাঁদের ঐ আলো হয়ে
আসো মোর ভাঙা ঘরে
দেখা যায়, যায়না ছোঁয়া
যেন গান চাপা স্বরে
শুধু সেই গান ভোলে অভিমান
চোখে অকারণ, ঘোর বর্ষা নামে
শুধু সেই গান ভোলে অভিমান
চোখে অকারণ, ঘোর বর্ষা নামে
আসে না ফাগুন, মনেতে আগুন
আসে না ফাগুন, মনেতে আগুন
এমন বিরহ জ্বালায়, স্মৃতির মেলায়
কাটেনা আর দিন
একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন
সেই ভাবনায়, ভাবি মনে হয়
দু’টি নয়নেতে ঘোর বর্ষা নামে
সেই ভাবনায়, ভাবি মনে হয়
দু’টি নয়নেতে ঘোর বর্ষা নামে
আসে না ফাগুন, মনেতে আগুন
আসে না ফাগুন, মনেতে আগুন
এমন বিরহ জ্বালায়, স্মৃতির মেলায়
কাটেনা আর দিন
একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন
এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন
Song : Ekdin Shopner Din
Movie : Hothat Brishty
Original Singer : Nachiketa and Shikha Bashu

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply