Wear your ego like a loose fitting garment.

— Buddha

আমার স্বপন কিনতে পারে

আমার স্বপন কিনতে পারে
Amar Swapan Kinte Pare
কথা,সুর ও শিল্পী: জটিলেশ্বর মুখোপাধ্যায়
[আমার স্বপন কিনতে পারে
এমন আমির কই ?
আমার জলছবিতে রঙ মেলাবে
এমন আবির কই ?]-২
[আমি দুখের সিংহাসনে বসে সুখের বিচার করি
আমি ভাবের ঘরে অভাবটুকু আখর দিয়ে ভরি]-২
আমার পরম বন্ধু হবে এমন অধীর কই
আমার জলছবিতে রঙ মেলাবে এমন আবির কই?
আমার স্বপন কিনতে পারে এমন আমির কই ?
আমার জলছবিতে রঙ মিলাবে এমন আবীর কই ?
অসীম ধনে ধনী দরিদ্র কে বলে আমায়?
জাগরণে ঘুমিয়ে আছি বিনিদ্র কে বলে আমায়?
আমি অসীম ধনে ধনী দরিদ্র কে বলে আমায়?
জাগরণে ঘুমিয়ে আছি বিনিদ্র কে বলে আমায়?
[আমি পথের দিশা ভুলে গিয়ে পথেই ফিরে আসি
আমি ভালোবাসার যন্ত্রণাকে অধিক ভালবাসি]-২
আমায় ধরে বেঁধে রাখে এমন সে নীড় কই?
আমার জলছবিতে রঙ মেলাবে এমন আবির কই?
আমার স্বপন কিনতে পারে এমন আমির কই ?
আমার জলছবিতে রঙ মেলাবে এমন আবীর কই ?

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply