n the end, it’s not the years in your life that count. It’s the life in your years

— Abraham Lincoln

হে কৃষ্ণ কোথায় গেলে

হে কৃষ্ণ কোথায় গেলে
Hey Krishna Kothay Gele
ছায়াছবি: মহাবীর কৃষ্ণ
গীতিকার: প্রবীর দত্ত
সুরকার: দিলীপ রায়
কন্ঠ: আশা ভোঁসলে
[হে কৃষ্ণ কোথায় গেলে
চোখেরই জলে চোখেরই কাজলে
যে কথা লিখে যাই ওগো বাতাস তারে
দিওগো বলে]-২
হে কৃষ্ণ
[এই সেই কুঞ্জ যেথায় নিকুঞ্জ
বঙ্কিমরূপ ধরে বাঁজাতে বাঁশি]-২
[সব বাধা ফেলে দুটি বাহু মেলে
রাখতে লুকিয়ে ঠোঁটে দুষ্টু হাসি]-২
যেমন জোছনা থাকে চাঁদেরই কোলে
হে কৃষ্ণ কোথায় গেলে
চোখেরই জলে চোখেরই কাজলে
যে কথা লিখে যাই ওগো বাতাস তারে
দিওগো বলে হে কৃষ্ণ
[এই সেই নদী যেথা নিরবধি
কানু প্রেম স্মৃতি জালে চিতা]-২
[শ্যামকে একটু পেলে হৃদয় মাধুরী ঢেলে
কেমন বিরহ জ্বালা জান কি তা?]-২
কৃষ্ণ-বিরহ জ্বালা বুঝিতে রাধা হলে
কৃষ্ণ কোথায় গেলে
চোখেরই জলে চোখেরই কাজলে
যে কথা লিখে যাই ওগো বাতাস তারে
দিওগো বলে হে কৃষ্ণ কোথায় গেলে?

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply