Many of life’s failures are people who did not realize how close they were to success when they gave up.

— Thomas A. Edison

কেন আশা বেঁধে রাখি

কেন আশা বেঁধে রাখি।
কেন দীপ জ্বেলে রাখি।।

জানি আসবে না ফিরে আর তুমি।
তবু পথ পানে চেয়ে থাকি।।

জানবে না তুমি বুঝবে না তুমি
এই ব্যাথা আমার এ জ্বালা আমার।

ছিলে কাছে যখন ছিল সবই আপন।
সেই ভেবে জলে ভরে আঁখি।।

কত আশা ছিল কত ছিল যে গান
কত হাসি ছিল কত অভিমান।

সূর্য জ্বলা এই সকাল আমার।
আধারে সবই গেল ঢাকি।।

এই মনের কথা হয়নি তো বলা
হয়নি তো যো সেই পথে চলা।

স্বপ্ন যে ছিল সবই তোমার দেয়া।
তবে কেন দিলে তুমি ফাঁকি।।

keno asha bedhe rakhi lyrics mitali mukherjee

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply