প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।

— রবীন্দ্রনাথ ঠাকুর

আমি কেমন করে পত্র লেখি

আমি কেমন করে পত্র লেখি রে, বন্ধু
আমার গ্রাম, পোস্ট অফিস নাই জানা
তোমায় আমি হলেম অচেনা
তোমায় আমি হলেম অচেনা
আমি কেমন করে পত্র লেখি রে, বন্ধু
গ্রাম, পোস্ট অফিস নাই জানা
তোমায় আমি হলেম অচেনা
তোমায় আমি হলেম অচেনা
হইতা যদি দেশের দেশি
শ্রীচরণের হইতাম দাসী রে
হইতা যদি দাসের দেশি
শ্রীচরণের হইতাম দাসী গো
আমি দাসী হইয়া সঙ্গে যাইতাম, বন্ধু
মানতাম না কারও মানা
তোমায় আমি হলেম অচেনা
তোমায় আমি হলেম অচেনা
আমার শুইলে না আসে নিদ্রা
ক্ষণে ক্ষণে জাগে তন্দ্রা গো
শুইলে না আসে নিদ্রা
ক্ষণে ক্ষণে জাগে তন্দ্রা গো
আমি স্বপন দেখে উঠি জেগে রে, বন্ধু
কেঁদে ভিজাই বিছানা
তোমায় আমি হলেম অচেনা
তোমায় আমি হলেম অচেনা
কবি মনমোহনের মনের ব্যথা
বলা যায় না যথাতথা গো
সাধক মনমোহনের মনের ব্যথা
বলা যায় না যথাতথা রে
আমি কার কাছে বলিবো ব্যথা রে
বন্ধু, কেউ নাই আমার আপনা
তোমায় আমি হলেম অচেনা
তোমায় আমি হলেম অচেনা
আমি কেমন করে পত্র লেখি রে, বন্ধু
গ্রাম, পোস্ট অফিস নাই জানা
তোমায় আমি হলেম অচেনা
তোমায় আমি হলেম অচেনা
তোমায় আমি হলেম অচেনা
তোমায় আমি হলেম অচেনা

ami kemon kore

ami kemon kore potro likhi lyrics mujib pardeshi

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply