The greatest glory in living lies not in never falling, but in rising every time we fall

— Nelson Mandela

Panchayat (2020) TV Series

Reviw:

পঞ্চায়েত
জনরাঃ কমেডি, ড্রামা
প্লাটফর্মঃ এমাজন প্রাইম, টিভিএফ এর সৌজন্যে।
মূলরচনাঃ চন্দন কুমার
পরিচালনাঃ দীপক কুমার মিশ্রা
অভিনয়েঃ জিতেন্দ্র কুমার, রঘুবীর ইয়াদাব, নীনা গুপ্তা-সহ আরো অনেকে।
মুক্তি সালঃ ২০২০
সিজনঃ ১
পর্ব সংখ্যাঃ ৮
পারসনাল রেটিং: ১০/১০
কাহিনী সংক্ষেপঃ
সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করা অভিষেক ত্রিপাঠি এই সিরিজের প্রধান চরিত্র। বেচারার ইচ্ছা ছিলো, পড়াশোনা শেষে বড় কোন মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরি করবে আর দারুন একটা লাইফ লিড করবে।
কিন্তু ভাগ্য তার সহায় হয়না। ফাইনাল ইয়ারে রেজাল্ট খারাপ হওয়ায় সিজিপিএ আসে কম। ফলে ল্যাভিশ চাকুরি তার কপালে জোটে না।
তবে মন্দের ভালো হিসেবে, সেকেন্ড ক্লাশ সরকারী চাকুরিতে চান্স পায় অভিষেক। পদবী হচ্ছে গ্রামের পঞ্চায়েত সচিব। কিন্তু বেতন মাত্র বিশ হাজার টাকা, যা তার এক্সপেক্টেশনের চে অনেক কম।
তবে প্রথমে না যেতে চাইলেও, পরে আর কোন জায়গায় সুযোগ না হওয়ায় এবং বেষ্টফ্রেন্ডের বোঝানোর পর সাময়িকভাবে সেখানে চাকরী করার সিদ্ধান্ত নেয় অভিষেক। ভাবে গ্রামে গিয়ে তো আর তেমন কিছুই করার থাকবেনা। তাই সেখানে বসে আরামসে CAT পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। আর সাথে বেতন আসবে। কম হলেও মন্দ কি!
কিন্তু বিধি বাম!
অভিষেকের পোষ্টিং হয় উত্তর প্রদেশের এক অনুন্নত গ্রাম ফুলেরি-তে। সেখানে গিয়ে বিরক্ত অভিষেক নিজেকে মানিয়ে নিতে পারেনা। তার উপর প্রতি পদে পদে আসে নানারকম অদ্ভুত যন্ত্রণা!
অভিষেক কি পারবে CAT পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তার স্বপ্ন পূরণ করতে?
কিংবা পঞ্চায়েত সচিব হিসেবে গ্রামে কি কোন পরিবর্তন সে আনতে পারবে?
জানতে হলে দেখতেই হবে সিরিজটি।
ভালো দিকঃ

  • বাস্তবতার নিরিখে কমেডির মিশেলে তৈরি এক অসাধারণ সিরিজ এটি।
  • এই সিরিজের সবচেয়ে স্ট্রং পয়েন্ট হলো, এর গল্প। অত্যন্ত বাস্তবমুখী। কোন বাহুল্য নেই। কোন রহস্য নেই। আমাদের নিত্যদিনের জীবনে যা সত্যি ঘটে তাই বলা হয়েছে।
  • হাস্যরস ছিলো পরিমিত। ভাড়ামি বলতে কিছুই ছিলোনা। যা এসেছে তা গল্পের প্রয়োজনে।
  • গ্রামীণ পটভূমির অনবদ্য বর্ণনা।
    -লোকেশন, সিনেমাটোগ্রাফি বেশ ভালো ছিলো।
  • সকলের সুঅভিনয়। এমনকি অতিথি চরিত্রে আসা আসিফ খান (মির্জাপুরের মকবুলের বোনের ছেলের চরিত্রে রূপদানকারী অভিনেতা) দারুন অভিনয় করেছেন। তবে একজনের কথা বলতে গেলে বলবো, প্রধান-পতি ব্রিজ মোহন চরিত্রের রঘুবীর ইয়াদাব এর কথা। উনার অভিনয়ের প্রশংসা করে শেষ করা যাবেনা। এছাড়া নীনা গুপ্তা, জিতেন্দ্র কুমার ছিলোন স্বমহিমায় উজ্জ্বল।
    সর্বোপরি, একটি অনবদ্য সিরিজ এটি। সিজন দুই এর অপেক্ষায় আছে। না দেখে থাকলে সময় করে অবশ্যই দেখবেন।

Ahnaaf Hossain Sameer

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply