Live in the sunshine, swim the sea, drink the wild air.

— Ralph Waldo Emerson

রুমাল

তোমার রুমালটিতে একবার মুখমণ্ডল মুছে নিয়েছি
জটিল সময়গুলি পার হতে হতে
এটুকু সারল্য শুধু আজ
স্বীকারোক্তি হয়ে আছে

রাস্তার মোড়ে মোড়ে যুদ্ধের মহড়া
তোমার সঙ্গেই মনে মনে
বিবাহ সেরে নিয়ে
যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া

কত বিদ্বেষ বিদ্বেষী আলো মেখে এসে দাঁড়িয়েছে
তাদের চকচকে আঁশ
উদ্ধত ছোবলের মুখ
পূর্ণ হয়ে গেছে বিষে

পিছিয়ে এসেছি তোমার পুবের জানালার কাছে
চেয়ে দেখেছি তোমার সংসারে কত গান বাজে
সেসব উজ্জ্বল স্বরলিপি কিছুটা সাহসী করেছে

তোমার কুমারী রুমালটি
আমার সমূহ বিষাদ মুছে নিয়ে গেছে

 তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply