বিশ্বাসীদের বল, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও তাদের যৌন অঙ্গকে সাবধানে সংয্ত রাখে, এটিই তাদের জন্য উত্তম৷ -24:30

— পবিত্র কোরআন

তুমি আমি আর ক্ষয়ে যাওয়া চাঁদ

শুভ্র প্রভাত, হাঁটছি একা

ওই দূরে চলোনা নীল আকাশে হারিয়ে যাই তোমার হাতটি ধরে

কয়েক কাঠি ধোঁয়া মেখে গাছের ছায়ায় নামলে বিকেল

তুমি ক্রোধের আগুনে, জমে থাকা ব্যাথা

পিরিতি নয় আমার কাজ

শুধু আমার

এমন যদি হতো আমি একটা পাখি !

রজনী হইসনা অবসান

কে বলে

এখনো সারেঙ্গিটা বাজছে

দাও ছুঁয়ে দাও বৃষ্টি ধোয়া জল চোখের পাতায় আদরের কাজল

তোমার খোলা হাওয়া

কথাগুলো পাখি হোক ডানা ঝাপটানো

অভিনয়

অসহায়

ভাসছি আহা

পাপড়ি কেন বোঝে না

কেন মাঝে মাঝে তোর সাথে, চেনা রাস্তা বা ঘুর পথে

অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোন দাবি-দাওয়া