The greatest glory in living lies not in never falling, but in rising every time we fall

— Nelson Mandela

অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোন দাবি-দাওয়া

অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোন দাবি-দাওয়া

এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া

মুহূর্ত যায় জন্মের মত, অন্ধ জাতিস্মর

গত জন্মের ভুলে যাওয়া স্মৃতি, বিস্মৃত অক্ষর

ছেঁড়া তালপাতা, পুঁথির পাতায় নি:শ্বাস ফেলে হাওয়া

এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া

কালকেউটের ফণায় নাচছে লখিনদরের স্মৃতি

বেহুলা কখনও বিধবা হয়না এটা বাংলার রীতি

ভেসে যায় ভেলা এবেলা ওবেলা একই শবদেহ নিয়ে

আগেও মরেছি আবার মরব প্রেমের দিব্যি দিয়ে

জন্মেছি আমি আগেও অনেক মরেছি তোমারি কোলে

মুক্তি পাইনি শুধু তোমাকেই আবার দেখবো বলে

বারবার ফিরে এসেছি আমরা এই পৃথিবীর টানে

কখনও গাঙুর কখনও কোপাই-কপোতাক্ষের গানে

গাঙুর হয়েছে কখনও কাবেরি কখনও বা মিসিসিপি

কখনও রাইন, কখনো কঙ্গো নদীদের স্বরলিপি

স্বরলিপি আমি আগেও লিখিনি এখনও লিখিনা তাই

মুখে মুখে ফেরা মানুষের গানে শুধু তোমাকেই চাই

তোমাকে চেয়েছি ছিলাম যখন অনেক জন্ম আগে

তথাগত কার নি:সঙ্গতা দিলেন অস্তরাগে

তারই করুণায় ভিখারিণী তুমি হয়েছিলে একা একা

আমিও কাঙাল হলাম আরেক কাঙালের পেতে দেখা

নতজানু হয়ে ছিলাম তখনও এখনও যেমন আছি

মাধুকরি হও নয়নমোহিনী স্বপ্নের কাছাকাছি

ঠোঁটে ঠোঁট রেখে ব্যরিক্যাড কর প্রেমের পদ্যটাই

বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই

আমার স্বপ্নে বিভোর হয়েই জন্মেছ বহুবার

আমি ছিলাম তোমার কামনা, বিদ্রোহ-চিৎকার

দু:খ পেয়েছ যতবার, জেনো আমায় পেয়েছ তুমি

আমিই তোমার পুরুষ, আমিই তোমার জন্মভুমি

যতবার তুমি জননী হয়েছ, ততবার আমি পিতা

কত সন্তান জ্বালালো প্রেয়সী তোমার-আমার চিতা

বার বার আসি আমরা দু′জন, বার বার ফিরে যাই

আবার আসব, আবার বলব, শুধু তোমাকে চাই

বার বার আসি আমরা দু’জন, বার বার ফিরে যাই

আবার আসব, আবার বলব, শুধু তোমাকে চাই

Jatismar Kabir Suman জাতিস্মর কবির সুমন

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply