আজি এ বসন্ত দিনে বাসন্তী রঙ ছুয়েছে মনে; মনে পরে তোমাকে ক্ষণে ক্ষণে চুপি চুপি নিঃশব্দে সঙ্গোপনে

— – সংগৃহীত, – সংগৃহীত

গঙ্গা আমার মা পদ্মা আমার মা

ময়নামতির পথের ধারে

পৃথিবীকে বিদায় জানিয়ে চলে গেছে

স্বপ্ন তোমার স্বপ্ন আমার

আমার যেমন বেণী তেমনি রবে

এ ভাঙা বসন্ত বেলায়

মনের দুয়ার খুলে কে গো

নারী হয় লজ্জাতে লাল

আমার আতা গাছেতে তোতাপাখি

মনের কথা যদি মুখেই

বাতাস ডাকেনা আগের মতো

হারানো দিনের মত হারিয়ে গেছো তুমি

মানুষ বড় কাঁদছে

ঘুমাও ও চাঁদ ঘুমাও

আমি প্রেমের পথের পথিক

কথা নয় আজি রাতে

তুমি কখন যে এসে চলে গেছো

তন্দ্রাহারা নয়ন আমার

মেঘ জমে আছে মন-কোণে

ফুল কেন ফোটে চাঁদ কেন ওঠে