It is during our darkest moments that we must focus to see the light.

— Aristotle

তুমি কখন যে এসে চলে গেছো

তুমি কখন যে এসে চলে গেছো
Tumi Kokhon Je Eshe Chole Gecho
কথা: গৌরীপ্রসন্ন মজুমদার
সুর ও কণ্ঠ: হেমন্ত মুখোপাধ্যায়
[তুমি কখন যে এসে চলে গেছো,
ওগো জানিতে পারিনি]-২
বাতাস বলেছে এসেছিলে
তবু মানিতে পারিনি
তুমি কখন যে এসে চলে গেছো,
ওগো জানিতে পারিনি।
বলে ঝরাফুল,কত কেঁদেছি,
তারে অলখ বাঁধনে বেঁধেছি,
কত কেঁদেছি!
তবু এত করে তার
ও-দু’টি চরণ টানিতে পারিনি!
তুমি কখন যে এসে চলে গেছো,
ওগো জানিতে পারিনি।
[বাঁশি বলেছে,তুমি যেওনা,
ওগো,আমারে কাঁদাতে চেয়ো না!]-২
বলে দীপ ওই,আমি জ্বলেছি,
তুমি থাকো,তারে কত বলেছি
আমি বলেছি।
তবু এত করে তারে
ফিরায়ে যে আর আনিতে পারিনি!
তুমি কখন যে এসে চলে গেছো,
ওগো জানিতে পারিনি।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply