Be a lamp, or a lifeboat or a ladder. Help someone’s soul heal.

সোনারগাঁ পানাম যাতায়াত, সতর্কতা, খরচ

সকাল থেকে সন্ধা যাদের সময় বাধা বা ঢাকার কাছাকাছি নিরিবিলি পরিবেশ খুজছেন,
আপনাকে আমি রেফার করবো সোনারগাঁ,
এই সময়টাতে ভ্রমন পিপাসু মানুষের সংখ্যা খুবই কম হয়,
প্রথমে বাজেট এ আসি যেহেতু জায়গাটি ঢাকার আসেপাশে সে অনুযায়ি খরচ কম,
আগেই বলে রাখি
আর যদি দল বল নিয়ে আসেন তবে বাসা থেকে লান্চ নিয়ে আসাটাই ব্যটার,
বেগ গুছিয়ে বেরিয়ে পড়ুন,
চাইলে সকালের নাস্তা গুলিস্থান এসে করে নিতে পারেন,
যাইহোক প্রথমে
গুলিস্থান ০ পয়েন্ট থেকে বাধন,বোরাক, (নন এসি)
যে কোনো একটা বাস ধরুন, আগেই বলে রাখি এই বাস স্টপিজ টু স্টপিজ লেট করে,
ভাড়া: ৪৫
যদি একটু আরাম করে যেতে চান তবে
বোরাক এসি বাস ধরুন গুলিস্থান টু চৌরাস্ততা
ভাড়া ৫৫বা১০_৫টাকা এদিকসেদিক
সময় সর্বোচ্চ ৪০-৫০মিনিট
টিপুরদি অথবা চৌরাস্তা
যে কোনো এক জায়গায় নেমে অটোতে ১০টাকা সরাসরি সোনারগাঁ জাদুঘর এর গেট এ,
অবশ্যই ১) নাম্বার গেট দিয়ে ঢুকবেন,
জাদুঘর এ ঢোকার টিকিট -৩০টাকা
আপনার সময় অনুযায়ী ঘুড়াঘুরি করুন + কেনাকাটা
একটা একতারা কিনে নিন লোক শিল্প যাদুঘর এর ঐতিহ্য হিসেবে,
রয়েছে হাতে তৈরি করা নানান জিনিষ যা গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে,
আপুরা চাইলো হাতেবোনা জামদানি শাড়ি কিনে নিতে পারেন, দাম বেশি চাইবে, কিন্তু দিবেন না দামাদামি করে ১০০০-১২০০ মধ্যে নিতে পারবেন,
অবশ্যই বাশের শাকে এবং ব্রিজে ছবি তুলতে ভূলবেন না।
চাইলে ভারা করতে পারেন পেডেল বোট,
যদি বাসা থেকে খাবার নিয়ে যান তবে শীমুল তলায় বা লেক এর ধারে গাছের ছায়ায় বসে দুপুরের খাওয়াদাওয়া শেষ করে নিতে পারেন,
আবশ্যই আবর্জনা ডাস্টবিনে ফেলবেন।
যদি খাবার না নিয়ে যান তাহলে সাথের একজনকে বাইরে পাঠিয়ে খাবার আনিয়ে নিতে পারবেন তবে খেয়াল রাখবেন গেট এ বলে একজন দাড়াবেন অন্যজন বাইরে যাবেন নয়ত আবার টিকিট নিয়ে ঢুকতে হবে।
গেটের পাশেই একটা হোটেল আছে পছন্দমত খাবার নিন দাম দেখে,
অত্তঃপর ঘোড়াঘুড়ি ফটোশুট
্্্্্্্
ভূলেও কোনো কেবিন ওয়ালা ফুচকার দোকানে ঢোকবেন না,
আর যদি ঢোকেন তবে আগে দাম জিগ্যেস করে নিবেন,
চাইলে কিছু সময়ের জন্য ভেতরের লাইব্রেরিতে বই পড়তে পারেন,
আনন্দ রাইড : ট্রেন,নৌকা,চরকগাছ,হাতি, ঘোড়ায় চরতে পারেন,
সোনারগায়ের খাবারের সবচেয়ে বড় আকর্ষন : পুতা মিষ্টি,
এক একটার ওজন ২থেকে ৮কেজি পর্যন্ত হয়,
চাইলে চেখে দেখতে পারেন তারা পিস করেও বিক্রি করে,
পাবেন ৪০ রকমের আচার, আরও অনেক কিছু
পরিশেষে
বের হবেন ১ নাম্বার গেট দিয়ে
সেখান অহরহর ৫টাকাতে অটো আপনাকে পানাম নিয়ে যাবে,
চাইলে হাটতে পারেন (৫মিনিট) লাগবে,
পানাম ঢোকার জন্য টিকিট ১৫টাকা,
গাছের ছায়ায় বসতে পারেন
হাটাহাটি ফুচকা, চটটপটি,৩০রকমের সরবত,চেখে দেখে আসবেন,
আর হ্যা
কোনো ভবনে ওঠার ব্যর্থ চেষ্টা করবেন না,
সিকিউরিটিরা দেখলে আপমান জনক কিছু বা জরিমানাও করতে পারে,
কয়েক শ বছর আগের ভবন খুবই ঝুকিপূর্ন,
ঘুড়াঘুড়ি,ফটোশুট শেষে পানাম থেকে ঢোকার গেট দিয়ে বের হবেন,
বের হলেই একটু সামনে বাস দেখতে পাবেন,
বাসে চলে আসবেন চিটাগাংরোড,(২৫গুলিস্থান)
সেখান থেকে আবার বাস এ
গুলিস্থান
ভাড়া-২৫/৩৫

panam sonargaon

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply