In three words I can sum up everything I’ve learned about life: it goes on.

— Robert Frost

আমারও স্বপ্ন ছিলো আমিও শিল্পী হব

আমারও স্বপ্ন ছিলো আমিও শিল্পী হব
Amaro Swapno Chilo Amio Shilipi Hobo
ছায়াছবি: মাটির মানুষ (১৯৯৭)
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: অনুপম দত্ত
কণ্ঠ: কুমার সানু
আমারও স্বপ্ন ছিলো আমিও শিল্পী হব
[তোমাদের জলসায় ফাল্গুনে বরষায়]-২
আমিও গান শোনাব
আমারও স্বপ্ন ছিলো আমিও শিল্পী হব।
[তোমাদের হাসিখেলায় সারাদিন সারাবেলায়
আমিও একপাশে একটু আসন পাবো]-২
[তোমাদের জলসায় ফাল্গুনে বরষায়]-২
আমিও গান শোনাব
আমারও স্বপ্ন ছিলো হো আমিও শিল্পী হব।
[তোমাদের ভালোবাসায় কত যে আলো আশায়
সাতরাঙা রামধনু সাতসুরে এঁকে যাবো]-২
[তোমাদের জলসায় ফাল্গুনে বরষায়]-২
আমিও গান শোনাব
আমারও স্বপ্ন ছিলো ও আমিও শিল্পী হব
আমারও স্বপ্ন ছিলো হে আমিও শিল্পী হব
আমারও স্বপ্ন ছিলো ও আমিও শিল্পী হব।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply