Tell me and I forget. Teach me and I remember. Involve me and I learn.

— Benjamin Franklin

কাঁদুনি – অন্নদাশঙ্কর রায়

মশায়!
দেশান্তরি করলে আমায়
কেশনগরের মশায়।
কেশনগরের মশার সাথে
তুলনা কার চালাই?
বাঘের গায়ে বসলে মশা,
বাঘ বলে সে, ‘পালাই’।
জাপানিরা ভাগল কেন
খবরটা কি রাখেন?
কেশনগরের মশার মামা
ইম্ফলেতে থাকেন।
পলাশির সেই লড়াই যদি
কেশনগরে ঘটত,
কেশনগরের মশার ঠেলায়
ক্লাইভ সেদিন হটত।
মশায়!
দেশান্তরি করলে আমায়
কেশনগরের মশায়!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0