You will face many defeats in life, but never let yourself be defeated

— Maya Angelou

লোককে খেতে দিতে পারি না, পরতে দিতে পারি না, দেখাও যদি দিতে না পারি, তাহলে আমার আর থাকলো কি ? -বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব

দিনপঞ্জিকার পাতায় ১৯৭৪ সালের ৭ই জুন, সেদিন ছিলো শুক্রবার । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসুস্থ । ঐদিন জাতীয় শিক্ষা কমিশনের চুড়ান্ত রিপোর্ট বঙ্গবন্ধুর কাছে হস্তান্তর শেষে ঢাক্কা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন শিক্ষক (বর্তমানে, প্রফেসর এমিরেটস) ডক্টর আনিসুজ্জামান এর সাথে বঙ্গবন্ধুর ব্যক্তিগত সাক্ষাত ও কথোপকথন_
আনিসুজ্জামান : আপনি কেমন আছেন ?
বঙ্গবন্ধু :: আমি খুব ভাল নেই ।
আনিসুজ্জামান : তাহলে মস্কো থেকে চলে এলেন কেন ?
বঙ্গবন্ধু :: আমি এমন একজন প্রধানমন্ত্রী যাকে ভিসি ঘেরাও হলে উদ্ধার করতে যেতে হয় । মস্কোতে থাকতে খবর পেলাম, সূর্যসেন হলে সাতজন ছাত্র খুন হয়েছে, তাই চিকিৎসা অসম্পূর্ণ রেখে চলে এলাম ।
আনিসুজ্জামান : আপনি বিশ্রাম নেন না কেন ? এখানে না পারেন সপ্তাহান্তে ঢাকার বাইরে কোথাও চলে যান ।
বঙ্গবন্ধু :: দেশে কোথাও বিশ্রাম হবে না, যেখানেই যাবো সেখানেই লোকজন ভীড় করবে ।
আনিসুজ্জামান : লোকজনককে দেখা দিবেন না ।
বঙ্গবন্ধু :: লোককে খেতে দিতে পারি না, পরতে দিতে পারি না, দেখাও যদি দিতে না পারি, তাহলে আমার আর থাকলো কি ?
(বঙ্গবন্ধুর চোখে পানি)
দেশের মানুষকে ভালোবেসে এমন অকলঙ্ক শুভ্র নিবিড় কথা শুধুমাত্র বঙ্গবন্ধুর মুখেই মানায়, তাইতো তিনি হতে পেরেছিলেন রাষ্ট্রপিতা ।।
সূত্র : বিপুলা পৃথিবী, আনিসুজ্জামান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply