You only live once, but if you do it right, once is enough.

— Mae West

নন্দ দুলাল ব্রজের গোপাল

নন্দ দুলাল ব্রজের গোপাল
Nando Dulal Brojer Gopal
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: সুমিত বন্দ্যোপাধ্যায়
কণ্ঠ: অনুপ জালোটা
[নন্দদুলাল ব্রজের গোপাল
মা যশোদার নয়নমণি]-২
[পড়বে ধরা করুণা ত্বরা]-২
চুপিচুপি খাও মাখন ননী
নন্দ দুলাল ব্রজের গোপাল
মা যশোদার নয়নমণি।
[ঘুম যদি মার ভেঙে যায়
চোখ মেলে সে যদি চায়]-২
[দেখতে পাবে তুমি করছো কী যে]-২
করবে শাসন মা তখনি
নন্দদুলাল ব্রজের গোপাল
মা যশোদার নয়নমণি।
[ফিরবে না এই বেলা আর
খেলবে না এই খেলা আর]-২
[শাসন করেই তাই চোখের জলে]-২
বুক ভাসাবে মা জননী
[নন্দদুলাল ব্রজের গোপাল
মা যশোদার নয়নমণি]-২
[পড়বে ধরা করুণা ত্বরা]-২
চুপিচুপি খাও মাখন ননী
[নন্দদুলাল ব্রজের গোপাল
মা যশোদার নয়নমণি]-৩

nando dulal brojer gopal anup jalota lyrics

What’s your Reaction?
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply