Whoever is happy will make others happy too.

— Anne Frank

অগ্রসরতা

ভালোবাসা বাড়াতে যেখানে দুই মন এক হয়ে
চার পায়ে, দুহাতে হাত রেখে
বালির গভীরে ঢেউয়ের সাগরে পাড়ি জমায়
আমি সেই ভালোবাসার ভয়ে
সেই নামে রুখে দাড়াই,
যাকে সময়ে সময়ে হৃদয় গভীরে দিয়েছি ঠাঁই
আমার চিকন চোখে যারে কালো কাজলে সাজাই
আজ তার আবেশে নিজেরে দূরে সরাই,
ক্ষুদ্র জীবনে কারণে অকারণে খুঁজেছি যারে
হাতের রেখায় নাম খুঁজেছি যার বারে বারে
তার অনুভুতি আজ আমায় তিলে তিলে ভঙ্গ করে।
আমি ভাবি বসে কেন এমন
যা চিরতরে মোরে বিনাশ করে?
কেন এমন ভোগান্তি, এতো জালাতন?
উত্তরে আসে তারে রেখে ভাঙা মনে,বাকি জীবন শেষ করে দিবি চিরতরে?
নাহ!
বাঁচতে তো হবে,জীবন কি আর পাবো ফিরে
পিছুটান ছেড়ে নিজের আবার তৈরি করে
এবার কারো জন্যে নয়,নিজের জন্য বাঁচতে হবে।
জানি জানি,
এক দল মানুষ বলিবে,
তাহলে তো ভালোবাসই নি তুমি তারে,
আমার বিবেক তাদের মূর্খ বলে সম্মোধন করে।
ভালোবাসি না বাসি জবাব কি তোমাদের দিতে হবে
আমার বাকি জীবন বুঝি তুমি ঝাপন করে দেবে??
হাসির কারণ আগলে রেখে,মিথ্যে আবেগ দেখাবো কেমন করে??
আমি বলি, ভালোবাসে না থেমে
নিজের নাও গো তুমি মুখ্য করে,এই তো শুরু
সফলতা তোমার অপেক্ষায় আছে।
তারে রাখো মনে,পথের বিপত্তি হইতে দিয়ো নারে।
অনুভুতি খানা রাখো যতন করে
এক মাঘে শীত কখনই বা কাটে।
এখানে না হয় তুমি হেরেই গেলে
আস্থা রাখো,দুয়ারে না বসে
দেখোই না এবার জগৎ ঘুরে
মজবুত হয়ে এবার আবেগ নিম্ন করে
নিজ আনন্দ খুঁজে নাও মহৎপ্রাণ এই সংসারে।
….
কলমেঃ শাহনাজ রহমান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply