Only a life lived for others is a life worthwhile

— Albert Einstein

চলতে চলতে ক্লান্ত হয়ে

চলতে চলতে ক্লান্ত হয়ে
Cholte Cholte Klanta Hoye
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: নবীন চট্টোপাধ্যায়
কণ্ঠ: কবিতা কৃষ্ণমূর্তি
[চলতে চলতে ক্লান্ত হয়ে
একটু যখন জিরোতে চাই]-২
কারো কথায় কারো কাজে
কোনো আঘাত যখনই পাই
আমার বুকে আমার মাথায়
হাত বুলিয়ে তুমিই তো দাও
ছোট্টবেলার মত আমায়
কোলে তুলে তুমিই তো নাও।
চলতে চলতে ক্লান্ত হয়ে
একটু যখন জিরোতে চাই।
[একটু চেয়ে হাত বাড়ালে
একটু যদি বেশি মেলে]-২
[হাজারটা হাত বাড়িয়ে যখন]-২
যা পেয়েছি সেটাও হারাই
আমার বুকে আমার মাথায়
হাত বুলিয়ে তুমিই তো দাও
ছোট্টবেলার মত আমায়
কোলে তুলে তুমিই তো নাও
চলতে চলতে ক্লান্ত হয়ে।
[জ্বালিয়ে আলো দিনের বেলা
করে শুধু নেশার খেলা]-২
[আঁধার রাতে দেখি যখন]-২
আলো আমার একটুও নাই
আমার বুকে আমার মাথায়
হাত বুলিয়ে তুমিই তো দাও
ছোট্টবেলার মত আমায়
কোলে তুলে তুমিই তো নাও
চলতে চলতে ক্লান্ত হয়ে।
[আপন ভেবে আমি যাকে
দিয়েছিলাম এই আমাকে]-২
[যখন সে হয় অনেক দূরের]-২
চোখের জলে স্বপ্ন ভাসাই
আমার বুকে আমার মাথায়
হাত বুলিয়ে তুমিই তো দাও
ছোট্টবেলার মত আমায়
কোলে তুলে তুমিই তো নাও
চলতে চলতে ক্লান্ত হয়ে
একটু যখন জিরোতে চাই
চলতে চলতে ক্লান্ত হয়ে।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply