Live as if you were to die tomorrow. Learn as if you were to live forever.

কেউ চুপিচুপি দোলা দিয়ে গেল প্রাণে

কেউ চুপিচুপি দোলা দিয়ে গেল প্রাণে
Keu Chupi Chupi Dola Diye Gelo Prane
অ্যালবাম: ফিরে এলাম (২০০৯)
কথা: উৎপল
সুর: মুন্না রাজ
কণ্ঠ: কুমার শানু
কেউ চুপিচুপি দোলা দিয়ে গেল প্রাণে
কেউ ধরা দিল অনুরাগে অভিমানে
তার ও দু’চোখে রঙে রঙে ছবি আঁকা
রাত জেগে জেগে একা একা বসে থাকা
[ভালোবাসা এ যে ভালোবাসা]-২
কেউ চুপিচুপি দোলা দিয়ে গেল প্রাণে
কেউ ধরা দিল অনুরাগে অভিমানে।
[প্রেমের মানে ক’জন জানে
মনের কথা বোঝে ক’জন
কোন অজানায় বারে বারে
ছুটে চলে শুধু এ মন(ও ও)]-২
মন মানেনা কেউ জানেনা
কেউ জানেনা মন মানেনা
কেউ চুপিচুপি দোলা দিয়ে গেল প্রাণে
কেউ ধরা দিল অনুরাগে অভিমানে হা।
[বসে আছো যার আশাতে
সে যদি না আর আসে;
আবার তাকেই পেতে পার
শ্রাবণে আর মধুমাসে(ও ও)]-২
ভালো লাগেনা কেউ জানেনা
কেউ জানেনা ভালো লাগেনা
কেউ চুপিচুপি দোলা দিয়ে গেল প্রাণে
কেউ ধরা দিল অনুরাগে অভিমানে
তার ও দু’চোখে রঙে রঙে ছবি আঁকা
রাত জেগে জেগে একা একা বসে থাকা
[ভালোবাসা এ যে ভালোবাসা]-৪

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply