In this life we cannot do great things. We can only do small things with great love

— Mother Teresa

কালবোশেখী’র পদ্য

Kalboshekheer Poddo | Taalpatar Shepai | Taalpatar Shepai Orignal

নামাইয়া আইনো চান্দের আঁকশিখানা প্রিয়!
মেঘের নূপুরে বারিষ আঁইক্যা দিও…

তটিনী… চিনি চিনি
আপনভোলা তিনি…
আকাশের বাড়ি চিনে,
পৌঁছাইয়া গেলো দিনে…
প্রেমে পড়িলো বুঝি; পরাণ না মানিলো…
নামাইয়া আইনো চান্দের আঁকশিখানা প্রিয়…!

সাজাও বাসর বন্ধু ফুলেরও আঙিনায়
শিশিরের আলপনা দাও ঘাসেরও গালিচায়!
আকাশে জোছনা জ্বলে,
তারারও মালিকা দোলে!
নদীরও বুকে লাজে
জলের ছলাৎ ছলাৎ…
ফিরোজা ওড়না তারে জড়াইয়া দিও….
নামাইয়া আইনো চান্দের আঁকশিখানা প্রিয়!

মিলন হইবে আজি কালবোশেখী’র রাতে,
বকুলও ফুল ফুটাইয়া আতর ছিটায় তাতে!
প্রেমিকা তন্বী নদী,
বাঁকিয়া গেলো যদি…
আসমানও বাজ হানিয়া
গান শুনাইয়া দিলো…
দিগন্তে আকাশ আইস্যা নদীরে জড়াইলো…
নামাইয়া আইনো চান্দের আঁকশিখানা প্রিয়!

নামাইয়া আইনো চান্দের আঁকশিখানা প্রিয়…
নামাইয়া আইনো চান্দের আঁকশিখানা প্রিয়…

Kalboshekheer Poddo lyrics| Taalpatar Shepai | Taalpatar Shepai Orignal

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply