পরিযায়ী পাখি
কোলআঁচলে শুয়ে স্মৃতি,বালিঘড়ি কিনছে সময়…ভালো আছি বিজ্ঞাপনেমুখচোরা যন্ত্রণারাই… ভরাডুবি তাই ফেরা…স্বার্থপর সময়েরা!পাল্টায়না কোনও কিছুই,চোখে লেগে আলেয়ারা… থামা নেই…থামা নেই…কোন কৌটোতে অতীতকে রাখি!এ আবর্তেমুহূর্তরাসময়ের ঝিলে পরিযায়ী পাখি… ঈশাণের মতো শুধু মেঘ জমে মনেআর দু’চোখে শ্রাবণ আসে ব্যথায়…কত চেনা মুখ হারিয়েছে অকপটেশুধু ভুলবোঝাবুঝি মিশে কথায়! ফিরে যাওয়া আকুতিরা নিথর।ছেঁড়া হিসেবের ধারাপাত!কীভাবে গুনবো আজ,কত কে হারিয়ে গেছেজলেরা শিখেছে […]
পূজাবার্ষিকী
ছুটির দরখাস্তেহাওয়া দিলো আস্তে উতলা উড়ানেঅপেক্ষা ঠিক কাকে বলেশুধু এই দিনগুলো জানে। বাজছে বেতার,মুছছে সে তার জমা ধুলোর সাজঘুম ভেঙে আজ উঠছে দেখোনতুন জামার ভাঁজ আকাশের জখম যতমেঘের তুলোয় পড়ল ঢাকাঘাসেদের শিশির-আসরশিউলি ফুলের গন্ধ মাখা প্রথম শাড়িতে কিছুঅবাধ্য বাতাসের আনাগোনা হোকতোমার ভ্রু-পল্লবেহোঁচট খাবেই ভাবে প্রেমিকের চোখ! চণ্ডীতলায় বুঝিকুমোরের তুলি চোখ এঁকে দিলো ঠিকএমন সময় এলেনামতায় […]
কালবোশেখী’র পদ্য
নামাইয়া আইনো চান্দের আঁকশিখানা প্রিয়!মেঘের নূপুরে বারিষ আঁইক্যা দিও… তটিনী… চিনি চিনিআপনভোলা তিনি…আকাশের বাড়ি চিনে,পৌঁছাইয়া গেলো দিনে…প্রেমে পড়িলো বুঝি; পরাণ না মানিলো…নামাইয়া আইনো চান্দের আঁকশিখানা প্রিয়…! সাজাও বাসর বন্ধু ফুলেরও আঙিনায়শিশিরের আলপনা দাও ঘাসেরও গালিচায়!আকাশে জোছনা জ্বলে,তারারও মালিকা দোলে!নদীরও বুকে লাজেজলের ছলাৎ ছলাৎ…ফিরোজা ওড়না তারে জড়াইয়া দিও….নামাইয়া আইনো চান্দের আঁকশিখানা প্রিয়! মিলন হইবে আজি কালবোশেখী’র […]