ও আমার বাংলা মা
তোর আকুল করা রূপের সুধায়
হৃদয় আমার যায় জুড়িয়ে
ফাগুনে তোর কৃষ্ণচূড়া
পলাশ বনে কিসের হাসি
চৈতী রাতের উদাস সুরে
রাখাল বাজায় বাঁশের বাঁশি
নিলাম্বরী শাড়ী পড়ে
শরৎ আসে ভাদর মাসে
অঘ্রানে তোর ভরা ক্ষেতে
সোনা রঙের ফসল হাসে
দৃপ্ত চাষীর কুড়ে ঘরে
দিস মা গো তুই আঁচল ভরে ।।
পৌষ পাবনে নবান্ন ধান
আপন হাতে উজাড় করে
বোশেখে তোর রুদ্রভয়ান
কেতন ওড়ায় কালবোশেখি
জষ্ঠি মাসে বনে বনে
আম-কাঁঠালের হাট বসে কি
শ্যামল মেঘের ভেলায় চড়ে
আষাঢ় নামে তোমার বুকে
শ্রাবণধারায় বর্ষাতে তুই
সিনান করিস পরম সুখে।
♪
শিরোনাম: ও আমার বাংলা মা তোর
গীতিকার:আবুল ওমরাহ মো. ফখরুদ্দিন( একজন মুক্তিযোদ্ধা)
সুরকারঃ আলাউদ্দিন আলী
শিল্পীঃ সাবিনা ইয়াসমীন
প্রথম শিল্পী: লীনু বিল্লাহ, বিটিভিতে।
পরে ‘এক ঝাঁক বলাকা’ নামে একটি ছবিতে গানটি সাবিনা ইয়াসমীন প্লেব্যাক করেন। ছবিটি শেষ পর্যন্ত মুক্তি না পেলেও সাবিনা ইয়াসমীনের কণ্ঠে গানটি ভীষণ জনপ্রিয় হয়।
ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধায়
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1