Patience is the key to joy.

নিঃশব্দ অনুভূতির স্বপ্ন

সৈয়দ মোঃ সাকিব আহমদ

কিছু কিছু নিঃশব্দতাকে ছোঁয়া যায় গোপনে
আলপনা আকা আঙিনায় দাঁড়িয়ে,
মধ্যরাতে অথবা খুব সকালে।
কিছু কিছু অনুভূতি আড়ালে লোকিয়ে থাকে
মাঝে মাঝে উকি দেয় কোনো খোলা
জানালায়,
সেও মধ্যরাতে অথবা খুব সকালে।
কিছু কিছু স্বপ্ন অন্ধকারে দাঁড়িয়ে হাতছানি
দেয়
নির্ঘুম চোখের বাকে কোনো এক কোণে,
তাও মধ্যরাতে অথবা খুব সকালে।
আমি তুমার আলপনা আকা আঙিনায় দাঁড়িয়ে
থাকি
তুমার নিঃশব্দতাকে ছোঁয়ার জন্য,
তুমার খোলা জানালায় আমার অনুভূতিগুলো
উকি দেয়
কিন্তু তুমার দেখা পায় না তারা,
নির্ঘুম চোখের বাকে অন্ধকারে দাঁড়িয়ে থাকা
ঐ স্বপ্নটি
তুমার আকাশের বৃষ্টিতে ভিজে যায় কখনো,
তবুও তারা থেকে যায়।।
নোনা জল পাড়ি দিয়ে ঐ আকাশের তারাদের
সাথে মিশে
এগুলো ভাবতে ভাবতেই আমি হারিয়ে যাই
মাঝে মাঝে।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply