সদুপদেশ গ্রহন করার জন্য অন্তরে আগ্রহ সৃষ্টি না হওয়া এবং নিজের অভিমত খণ্ডিত হতে দেখেই অন্তরে ক্রোধের সৃষ্টি হওয়ার নামই অহংকার। আত্মপ্রশস্তি ও অহংকার মানুষকে নিম্নস্তরে নিয়ে যায়।

— ইমাম গাজ্জালি (রহঃ)

ঐ রঙধনু থেকে কিছু কিছু রঙ এনে দাও না

♥শিল্পীঃ বেবী নাজনীন♥
.
ঐ রঙধনু থেকে কিছু কিছু রঙ এনে দাও না
তুমি মনের মাধুরী সাথে মিশিয়ে
আমাকে আপন করে নাও না।।
.
কত দিন বলেছি বকুলের ফুল এনো মালা গাঁথবো
কত দিন সেধেছি শিশিরে ভেজা ঘাসে আঁচল ছড়াবো।
তুমি এমন কেন তোমার কী সাধ ঐ হয় না।।
.
তুমি কী দেখছো আকাশ কেমন করে মেশে সাগরে
তুমি কী শুনেছ আমার যত গান তোমাকে ঘিরে।
তুমি নিরব কেন বুঝেও কি কিছুই বোঝ না।।

oi rongdhonu theke kishu kishu rong ene dao lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply