Live in the sunshine, swim the sea, drink the wild air.

— Ralph Waldo Emerson

সব ঋতুই বসন্ত

সব ঋতুই বসন্ত
Sab Ritui Basanta
কথা ও সুর: জটিলেশ্বর মুখোপাধ্যায়
কণ্ঠ: স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত
সব ঋতুই বসন্ত
[যদি মনটা ভরা যায় ভালোবাসায়]-২
[ধূলিকণা নিমেষেই রাঙা আবির]-২
সব পাখি তারই সুরে কুহু গান গায়
[যদি মনটা ভরা যায় ভালোবাসায়]-২
[দক্ষিণা সেতো প্রতি নিঃশ্বাসে বয়]-২
[যেকোনো সময় ফুল ফোটার সময়]-২
[ক্ষণে ক্ষণে অকারণে মন খুশি হয়]-২
শুকনো ফুলেও অলি মধু খুঁজে পায়
[যদি মনটা ভরা যায় ভালোবাসায়]-২
[সবাই ফাগুন চায় তাই এত কথা
বরষাকে ভয় পায় তাই এত কথা]-২
[না হলে কিসে কম শ্রাবণ আকাশ]-২
[বৈশাখি ঝড় সেতো নবনিঃশ্বাস]-২
[যূথি,কেয়া,শিমুলের সঠিক নিবাস]-২
যেকোনো বাগানে ভাবের ঘর বাঁধা যায়
[যদি মনটা ভরা যায় ভালোবাসায়]-২
[ধূলিকণা নিমেষেই রাঙা আবির]-২
সব পাখি তারই সুরে কুহু গান গায়
[যদি মনটা ভরা যায় ভালোবাসায়]-২
সব ঋতুই বসন্ত

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply