The greatest glory in living lies not in never falling, but in rising every time we fall

— Nelson Mandela

যায় দিন যায় একাকী

যায় দিন যায় একাকী
তাঁর বিহনে কেমনে বলো থাকি
যায় দিন যায় একাকী
তাঁর বিহনে কেমনে বলো থাকি
ভালোবাসা এই অন্তরে
অভিমানে কেঁদে মরে
ও.. এই বুকেতে দুঃখ বেঁধে রাখি
যায় দিন, যায় দিন…. একাকী

আজ বিরহের আখর দিয়ে
মন লিখেছে কবিতা
সেই কবিতার নাম দিয়েছে হৃদয়ের কথা
ভালোবাসা এই অন্তরে
অভিমানে কেঁদে মরে
ও..এই বুকেতে দুঃখ বেঁধে রাখি
যায় দিন, যায় দিন…. একাকী

হো তারই আশায় প্রহর গুনে
দিন এমনি ফুরাবে
ও..না পাওয়ার এই মন আকাশে
স্বপ্ন একে যাবে..
ভালোবাসা এই অন্তরে
অভিমানে কেঁদে মরে
ও.. এই বুকেতে দুঃখ বেঁধে রাখি
যায় দিন যায় একাকী
তাঁর বিহনে কেমনে বলো থাকি

যায় দিন যায় একাকী
তাঁর বিহনে কেমনে বলো থাকি
ভালোবাসা এই অন্তরে
অভিমানে কেঁদে মরে
ও..এই বুকেতে দুঃখ বেঁধে রাখি
যায় দিন, যায় দিন…. একাকী

jai din jay ekaki lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply