মন কেন মায়ের চরণ ছাড়া

	
	

























































			
			











তোমাদের হস্তদ্বয়কে ধ্বংসের পথে ফেলিও না অর্থাৎ আত্মহত্মা করিও না৷ -4:29

— আল কোরআন

মন কেন মায়ের চরণ ছাড়া

–::ভক্তিমূলক সঙ্গীত::–

মন কেন মায়ের চরণ ছাড়া

মন কেন মায়ের চরণ ছাড়া

ও মন ভাব শক্তি, পাবে মুক্তি, বাঁধ দিয়া ভক্তি দাড়া |

নয়ন থাকতে দেখলে না মন,

কেমন তোমার কপাল পোড়া |

মা ভক্তে ছলিতে তনয়া রূপেতে, বেঁধে গেলেন ঘরের বেড়া |

মায়ে যত ভালোবাসে, বুঝা যাবে মৃত্যু শেষে,

মোলে দণ্ড দু’চার কান্নাকাটি, শেষে দিবে গোবর ছড়া |

ভাই বন্ধু দারা সুত, কেবল মাত্র মায়ার গোড়া,

দোসর বস্ত্র গায়ে দিবে মেটে কলসি, কড়ি দিবে অষ্টকড়া |

অঙ্গের যত আভরণ, সকলই করিবে হরণ,

দোসর বস্ত্র গায়ে দিবে, চারকোণা মাঝখানে ফাঁড়া |

যেই ধ্যান একমনে, সেই পাবে মা তোমার তারা,

তখন একবার এসে কন্যারূপে, রামপ্রসাদের বেঁধো বেড়া |

মন কেন মায়ের চরণ ছাড়া (সঙ্গীত) [Mon Keno Mayer Choron Chara (Song)]

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply