Don’t judge each day by the harvest you reap but by the seeds that you plant.

— Robert Louis Stevenson

মঙ্গল দীপ জ্বেলে

–::ভক্তিমূলক সঙ্গীত::–
মঙ্গল দীপ জ্বেলে

মঙ্গল দীপ জ্বেলে, অন্ধকারের দু’চোখ আলোয় ভরো প্রভু,
তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু |

যে তুমি আলো দিতে, প্রতিদিন সূর্য ওঠাও,
ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটাও |
জীবন মরুতে করুণা ধারায় করো প্রভু ||

বলো তার কি অপরাধ, জন্ম হয়েছে যার পাঁকে,
তোমার ক্ষমা দিয়ে তুমি, ফোটাও পদ্ম করে তাকে |
ভুল পথে গেলে তুমি এসে হাত ধরো প্রভু ||

মঙ্গল দীপ জ্বেলে (সঙ্গীত) [Mongolo Deep Jwele lyrics (Song)]

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply