ফুলের বাসর সাজাও বনে
[আমার আপন এসেছে]-২
সুরের ঝর্ণা বইছে মনে
[আমার আপন এসেছে]-২
[উড়ছে স্বপ্নের পরী
কেমন করে যে ধরি(ও)]-২
আশার আলোয় দেখা জীবন
ভালোবাসার ছোঁয়া দিলো আমায়
ফুলের বাসর সাজাও বনে
[আমার আপন এসেছে]-২
সুরের ঝর্ণা বইছে মনে
[আমার আপন এসেছে]-২
[এসেছে রঙিন নিশি
বাজায় মধুর বাঁশি(ও)]-২
নয়ন-প্রদীপ তুলে ধর
বাউল এ মন আঁধারে পথ হারায়
ফুলের বাসর সাজাও বনে
[আমার আপন এসেছে]-২
সুরের ঝর্ণা বইছে মনে
[আমার আপন এসেছে]-২
ফুলের বাসর সাজাও বনে
Phoolero Basor Sajao Bone lyrics
ছায়াছবি: বেয়াদপ (১৯৯৬)
কথা: মুকুল দত্ত
সুর: স্বপন জগমোহন
কণ্ঠ: কুমার শানু
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1