Live in the sunshine, swim the sea, drink the wild air.

— Ralph Waldo Emerson

ট্রেনের বাঁশিতে ভাঙে ঘুম

ট্রেনের বাঁশিতে ভাঙে ঘুম
চোখ মেলে তাকায় এ’ ময়দান।
ট্রামের গুমটিগুলো গুমসুম
গঙ্গার ঘাটে ভোরের স্নান…

ট্রেনের বাঁশিতে ভাঙে ঘুম
চোখ মেলে তাকায় এ’ ময়দান।
ট্রামের গুমটিগুলো গুমসুম
গঙ্গার ঘাটে ভোরের স্নান…

হলুদ ট্যাক্সি পথ চায়
মহীনের ঘোড়া দিলো ছুট
ভিড় ঠেলে ধর্মতলায়
এ জীবন খোঁজে বাসরুট…

মিলে শঙ্খ আর আজান, একই সুর পাড়ায় পাড়ায়—
প্রেম হোক, কলরব হোক কলকাতা চলন্তিকায়…

পাশ ফেরে ফ্ল্যাইওভার।
হাত ধরে হাট-বাজার
কাঁধ মেলায় আদমি-ইমারত…

দল বেঁধে বারো মাস
কেউ দাবা, কেউ বা তাস
ঘর কারও বহুতল, কারও পথ…

সব দুঃখ সারে, সুখ তো বাড়ে বহরে,
আট থেকে আশি মাখছে হাসি শহরে; শহরে…

পাঁচমাথা মোড়ে নেতাজির
ছুটি নেই। ব্যস্ত ট্র‍্যাফিক।
কাজে মন ডালহৌসির—
বইপাড়া লোকে থিকথিক…

মিলে শঙ্খ আর আজান, একই সুর পাড়ায় পাড়ায়—
প্রেম হোক, কলরব হোক কলকাতা চলন্তিকায়…

Kolkata Chalantika | TITLE SONG | Ranajoy | Barish | Pavel | Lyrical | Latest Bengali Song 2022

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply