জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া
হাইগো জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া
ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া
হাইগো ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া
ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া
ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া
জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া
ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া
ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া
জড়াইয়া মায়ারও ডরে বান্ধিয়া পিরিতে মোরে
খেলাইও না হৃদয়টারে লইয়া
জড়াইয়া মায়ারও ডরে বান্ধিয়া পিরিতে মোরে
খেলাইও না হৃদয়টারে লইয়া
হাতে ধইরা ছাইড়ো না হাত সামনে আগাইয়া
হাইগো হাতে ধইরা ছাইড়ো
না হাত সামনে আগাইয়া
হাতে ধইরা ছাইড়ো না হাত সামনে আগাইয়া
ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া
জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া
ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া
মিছা সুখে না হাসাইও দুঃখ দিয়া বুক ভাসাইও
যাইওনা গো মনভোলা’রে থইয়া
মিছা সুখে না হাসাইও দুঃখ দিয়া বুক ভাসাইও
যাইওনা গো মনভোলা’রে থইয়া
বেহায়া রে লাত্থি মাইরা দিস না ভাগাইয়া
ও তোর বেহায়া রে লাত্থি মাইরা দিস না ভাগাইয়া
বেহায়া রে লাত্থি মাইরা দিস না ভাগাইয়া
ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া
জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া
ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া
কতো ধনী গুণী মানী করতে পারো পাগলিনী
মরছি তোমার প্রেমের পাগল হইয়া
কতো ধনী গুণী মানী করতে পারো পাগলিনী
মরছি তোমার প্রেমের পাগল হইয়া
প্রেমভাবে পাগল হাসানের ভাব জাগাইয়া
হাইগো প্রেমভাবে পাগল হাসানের ভাব জাগাইয়া
প্রেমভাবে পাগল হাসানের ভাব জাগাইয়া
ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া
জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া
ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া
হাইগো ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া
ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া
ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া
ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া
ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া
Jibon Khata Lyrics jibon khatay prem kolonker dag lagaiya lyrics
Jibon Khata Lyrics(জীবন খাতা) >> Bithy Chowdhury