If you look at what you have in life, you’ll always have more. If you look at what you don’t have in life, you’ll never have enough.

— Oprah Winfrey

জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া

জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া

হাইগো জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া

ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া

হাইগো ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া

ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া

ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া

জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া

ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া

ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া

জড়াইয়া মায়ারও ডরে বান্ধিয়া পিরিতে মোরে

খেলাইও না হৃদয়টারে লইয়া

জড়াইয়া মায়ারও ডরে বান্ধিয়া পিরিতে মোরে

খেলাইও না হৃদয়টারে লইয়া

হাতে ধইরা ছাইড়ো না হাত সামনে আগাইয়া

হাইগো হাতে ধইরা ছাইড়ো

না হাত সামনে আগাইয়া

হাতে ধইরা ছাইড়ো না হাত সামনে আগাইয়া

ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া

জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া

ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া

মিছা সুখে না হাসাইও দুঃখ দিয়া বুক ভাসাইও

যাইওনা গো মনভোলা’রে থইয়া

মিছা সুখে না হাসাইও দুঃখ দিয়া বুক ভাসাইও

যাইওনা গো মনভোলা’রে থইয়া

বেহায়া রে লাত্থি মাইরা দিস না ভাগাইয়া

ও তোর বেহায়া রে লাত্থি মাইরা দিস না ভাগাইয়া

বেহায়া রে লাত্থি মাইরা দিস না ভাগাইয়া

ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া

জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া

ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া

কতো ধনী গুণী মানী করতে পারো পাগলিনী

মরছি তোমার প্রেমের পাগল হইয়া

কতো ধনী গুণী মানী করতে পারো পাগলিনী

মরছি তোমার প্রেমের পাগল হইয়া

প্রেমভাবে পাগল হাসানের ভাব জাগাইয়া

হাইগো প্রেমভাবে পাগল হাসানের ভাব জাগাইয়া

প্রেমভাবে পাগল হাসানের ভাব জাগাইয়া

ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া

জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া

ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া

হাইগো ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া

ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া

ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া

ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া

ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া

Jibon Khata Lyrics jibon khatay prem kolonker dag lagaiya lyrics

Jibon Khata Lyrics(জীবন খাতা) >> Bithy Chowdhury

What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply