The future belongs to those who believe in the beauty of their dreams.

— Eleanor Roosevelt

কেউ আসবে না আর

Keu Ashbe Na Ar ( কেউ আসবে না আর ) | Tamalika Golder | Arghyadip Roy | Debdeep Banik | Ayan Banerjee

কেউ আসবে না আর
বাতি নেভা খুব ভোরে
কেউ বাঁচবে না দিন
উবে যাওয়া কর্পূরে
ধূসর আকাশে তার
মেঘেদের খুব ভিড়ে
ঊষর ছিল যে মন
আলপথ অঙ্কুরে

কেউ আসবে না আর
সিলিঙে আকাশ হতে
কেউ রাখবে না চোখ
বেরঙা ম্যাজিক শো-তে
যে ক’টা বিকেল ছিল
সুসময় একজোটে
মনখারাপের নদী
বয়ে যায় অস্ফুটে

কেউ আসবে না আর
শিষ ভাঙা পেন্সিলে
কেউ জাগবে না রাত
সুবাসী আতর গিলে
দেওয়ালে কীসের ছবি
যায় ভীতু পা ফেলে
অতীত প্লাবন কিছু
জিরোয় অতল পেলে

Keu Ashbe Na Ar lyrics ( কেউ আসবে না আর ) | Tamalika Golder | Arghyadip Roy | Debdeep Banik | Ayan Banerjee

Vocals & Composition : Tamalika Golder

Lyrics : Arghyadip Roy

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply