ওরে আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না
ওরে আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না যমুনাতে
আমি রাই অপেক্ষায় বসে আছি হাতে নিয়ে মোহন বাঁশি রাই এলো না৷৷
সুবলেরে বল বল সুবল সখা কত দিনে হবে দেখা, রাধার কথা বল রে গোপনে
আমি রাই আসিলে জিজ্ঞাসিবো না আসিলে সময় মত৷৷
সুবলরে না জানি রাই কি কারণে বিচ্ছেদ ভাবিয়া মনে
মান কইরাছে বিনা অপরাধে আমি রাই সুখেতে প্ৰাণ ত্যজিব
পারলাম না রাইর মান ভাঙ্গাতে৷৷
সুবলরে মনের দুঃখ মনে রইল সকল দুঃখ বরণ বর
সকল দুঃখ রইল রে অন্তরে৷
রাধারমণে কয় ওরে সুবল কাজ নাই আমার এ পিরিতের৷৷
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1