Never let the fear of striking out keep you from playing the game.

— Babe Ruth

ওরে আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না

RadhaRaman Dutta – Aaj Keno Re Praner Subol Rai Elo Na Jamunate

ওরে আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না যমুনাতে

আমি রাই অপেক্ষায় বসে আছি হাতে নিয়ে মোহন বাঁশি রাই এলো না৷৷

সুবলেরে বল বল সুবল সখা কত দিনে হবে দেখা, রাধার কথা বল রে গোপনে

আমি রাই আসিলে জিজ্ঞাসিবো না আসিলে সময় মত৷৷

সুবলরে না জানি রাই কি কারণে বিচ্ছেদ ভাবিয়া মনে

মান কইরাছে বিনা অপরাধে আমি রাই সুখেতে প্ৰাণ ত্যজিব

পারলাম না রাইর মান ভাঙ্গাতে৷৷

সুবলরে মনের দুঃখ মনে রইল সকল দুঃখ বরণ বর

সকল দুঃখ রইল রে অন্তরে৷

রাধারমণে কয় ওরে সুবল কাজ নাই আমার এ পিরিতের৷৷

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply