You’ve gotta dance like there’s nobody watching,
Love like you’ll never be hurt,
Sing like there’s nobody listening,
And live like it’s heaven on earth.

— William W. Purkey

ইন্দুবালা 

ইন্দুবালা গোওওওওও
তুমি কোন আকাশে থাকো
জোৎস্না কারে মাখো
কার উঠোনে পড়ো ঝড়িয়া
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
তোমারি প্রেমে পড়িয়া
ইন্দুবালা গো, ইন্দুবালা গোমনের চালে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে
একলা ঘরে ভালবাসা কেঁদে কেঁদে মরে
মনের চালে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে
একলা ঘরে ভালবাসা কেঁদে কেঁদে মরে
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
তোমারি প্রেমে পড়িয়াইন্দুবালা গো, ইন্দুবালা গোস্বৃতির ডালে সুখের পক্ষি ঘুমুর পইড়া নাচে
অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাচে
স্বৃতির ডালে সুখের পক্ষি ঘুমুর পইড়া নাচে
অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাচে
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
তোমারি প্রেমে পড়িয়াইন্দুবালা গোওওওও
তুমি কোন আকাশে থাকো
জোৎস্না কারে মাখো
কার আকাশে পড়ো ঝড়িয়া
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
তোমারি প্রেমে পড়িলাম
ইন্দুবালা গো, ইন্দুবালা গো

Indubala lyrics
Fazlur Rahman Babu

tumi kon akashe thako lyrics

dubiya morilam moriya dubilam lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply