The root of suffering is attachment.

— Buddha

আমার সাথে পথ হাটবেন নবাবজাদী?

এরকম কোনোএক চন্দ্রস্নাত রাতে আমার সাথে পথ হাটবেন নবাবজাদী?
আঁকাবাঁকা রেললাইন ধরে আঙ্গুলে আঙুল রেখে হেটে চলবেন অনন্ত পথ?
একটা বড় চাঁদ আপনার সাথে হাটবে,একটা আস্ত আকাশ থাকবে সাথে,
আমি থাকবো,একটা নিস্তব্ধ সন্ধ্যারাত থাকবে,
ঝিঝি পোকার ডাক থাকবে; একটু এগুলেই মিলবে একটা ছোট্ট দিঘি,দিঘির জলে চাঁদের প্রতিবিম্ব থাকবে;
-ঠিক যেমন করে আমার চোখে আপনার প্রতিবিম্ব থাকে ভীষণ যতনে।
আমরা আঁকাবাঁকা রেললাইন ধরে হেটে চলবো,
আপনার ভীষণ মায়া জমা জলে আঁকা চোখে চোখ রেখে হেটে চলবো আমি,
আমরা হাটবো অনন্ত রাত্রির মতো বিরামহীন।
আপনার স্নিগ্ধ কালো চুল বাতাসে উড়বে,
হাতে থাকবে একটা ছোট্ট শিউলি ফুলের মালা।
আমরা পথ হেটে চলবো,
সাথে পথ হাটবে আপনার জন্য জমানো ভীষণ মায়া,
একজুড়া আপনাতে প্রার্থনারত হাত,
আর একটা বিশ্বস্ত হৃদয়।

সৈয়দ সাকিব।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply