আমার বুকের মধ্যেখানে


































































			
			











Darkness cannot drive out darkness: only light can do that. Hate cannot drive out hate: only love can do that.

— Martin Luther King Jr.

আমার বুকের মধ্যেখানে

আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে,
সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে
তোমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে আমাকে রেখো আর কোথাও যাব না জীবনে
আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে ।
তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব তেপান্তর
ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর
তোমার কত ভালোবাসি
বোঝাব বোঝাব কেমনে
আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে
সাগরেরই টানে যেমন নদী ছুটে যায়
তেমনি করে আমার এ মন
তোমায় পেতে চায়,
তুমি আমার জীবন তরী
তুমি আমার আলো নয়নে
আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে
তোমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে আমাকে রেখো আর কোথাও যাব না জীবনে
আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে
Song: Amar Buker Moddhekhane
Cast: Zafor Iqbal & Suborna Mustafa
Singer: Andrew Kishore
Lyricist & Composition By: Ahmed Imtiaz Bulbul
Movie: Noyoner Alo
Director: Belal Ahmed
Production: Shahnaz Flims
Producer: Shahnaz Sultana
Label: Anupam

amar buker moddhe khane lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply