In this life we cannot do great things. We can only do small things with great love

— Mother Teresa

কে বাজায় বাঁশিতে মাঝরাতে চেনা সুর

কে বাজায় বাঁশিতে,
মাঝরাতে চেনা সুর।।
ঘুম ভাঙায় মন দোলায়
ডেকে যায় বহুদূর।
কে বাজায় বাঁশিতে
মাঝরাতে চেনা সুর।
সারা রাত আকাশে
চাঁদনী বানভাসি,
মন হারিয়ে তোমারই
কাছে ফিরে আসি।
তবু কেন ডাকো
বাঁশিতে ঐ সুরে
জানো নাকি হৃদয়
যাচ্ছে জ্বলে পুড়ে।
কে বাজায় বাঁশিতে
মাঝরাতে চেনা সুর।
কুয়াশারই চাদর
জড়িয়ে সারা গায়,
দাঁড়ালে যে তুমি
রাত হয়ে আঙ্গিনায়।
ঐ বাঁশির সুরে আজ
ভেঙ্গে যায় সব বারণ
উতলা হলো মন
জানিনা কি কারণ?
কে বাজায় বাঁশিতে
মাঝরাতে চেনা সুর
ঘুম ভাঙ্গায় মন দোলায়
ডেকে যায় বহুদূর।
কে বাজায় বাঁশিতে,
মাঝরাতে চেনা সুর।।
…………………………………………………………………………
Ke bajay bashite majh rate chena sur lyrics
Ke bajay bashite majh rate chena sur
Ghum vangay, mon dolay,deke jay bohudur
Ke bajay bashite majh rate chena sur.
Sara rat akashe,chadni banvasi
Mon hariye tomari kachhe fire asi.
Tobu keno dako,bashite oi sure
Jano na ki hridoy,jachchhe jole pure.
Ke bajay bashite majh rate chena sur.
Kuyashari chador,joriye sara gay
Darale je tumi,rat hoye anginay.
Oi bashir sure aj,venge jay sob baron
Utola holo mon,jani na ki karon.
Ke bajay bashite,majh rate chena sur
Ghum vangay,mon dolay,deke jay bohudur
Ke bajay bashite majh rate chena sur
Ke bajay bashite majh rate chena sur.

Ke Bajay Bashite Majh Rate Chena Sur
এ্যালবাম: যদি বন্ধু হও
কথা ও সুর: বিশ্বরুপ ঘোষ দস্তিদার
কণ্ঠ: শুভমিতা ব্যানার্জী

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0