If you find no one to support you on the spiritual path, walk alone.

— Buddha

এক ফুলে চার রঙ ধরেছে

এক ফুলে চার রঙ ধরেছে।

সে ফুলে ভাব নগরে
কি শোভা করেছে।।

কারণবারির মধ্যে সে ফুল
ভেসে বেড়ায় একুল ওকূল।
শ্বেতবরণ এক ভ্রমর ব্যাকুল
সে ফুলের মধুর আশে ঘুরতেছে।।

মূল ছাড়া সে ফুলের লতা
ডাল ছাড়া তার আছে পাতা।

এ বড় অকৈতব কথা
ফুলের ভাব কই কার কাছে।।

ডুবে দেখ মন দেল-দরিয়ায়
যে ফুলে নবির জন্ম হয়।
সে ফুল তো সামান্য ফুল নয়
লালন কয় যার মূল নাই দেশে।।

ek fhule char rong dhoreche lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply