গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার : শ্যামল মিত্র
🎤শ্যামল মিত্র
এমনও দিন আসতে পারে
যখন তুমি দেখবে আমি নাই
আমায় তুমি ভুল বুঝোনা যেন
তোমার আগে আমিই যদি যাই।
ফেরে না কেউ যেথায় গেলে হায়
সাধ করে আর কেইবা বল
সেথায় যেতে চায়
তবুও যদি তোমায় ছেড়ে হয় গো যেতে কভু
দূরে থেকেও তোমায় যেনএমনি করেই পাই।
তবুও তো নতুন করেফুটবে বকুল আবার।
সেইতে হবে লগন ওগোআমায় ফিরে পাবার।
তোমার কাছে আমার যত ঋণপারব না তো জানিয়ে যেতে
তোমায় কোনদিনফিরব ভেবে আশায় থেকে
হও গো নিরাশ যদি
এই কথাটি তোমায় আমি
জানিয়ে গেলাম তাই।
SONG
Emon Din Ashte Pare lyrics
ARTIST
Shyamal Mitra
ALBUM
Best Of Shyamal Mitra
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1