সত্যিকারভাবে ক্ষমতা নিয়ে বাঁচতে হলে নির্ভয়ে বাঁচো।

— গৌতম বুদ্ধ

শিল্পীর জন্য গান কবির জন্য কবিতা

শিল্পীর জন্য গান কবির জন্য কবিতা
Shilpir Jonno Gaan Kobir Jonno Kobita
কথা: কবির বকুল
সুর ও সংগীত: প্রণব ঘোষ
কণ্ঠ: কুমার শানু
[শিল্পীর জন্য গান কবির জন্য কবিতা
আমার জীবনে যাকে প্রয়োজন
পাইনি আজও তার দেখা
আমি একা বড় একা,আমি একা বড় একা]-২
[জানি না কিভাবে কাটে এ জীবন
এর চেয়ে ভালো যে একাকী মরণ(হে)]-২
বিরহী প্রতিটি প্রহর খোঁজে সুখেরই দেখা
আমি একা বড় একা,আমি একা বড় একা
শিল্পীর জন্য গান কবির জন্য কবিতা
আমার জীবনে যাকে প্রয়োজন
পাইনি আজও তার দেখা
আমি একা বড় একা,আমি একা বড় একা।
[কুয়াশা সরিয়ে আসে কত ভোর
মন খোঁজে আজও তো মনেরই দোসর(ও)]-২
নীরবে কেটেছে সময় ভাগ্যে আছে কী লেখা!
আমি একা বড় একা,আমি একা বড় একা
শিল্পীর জন্য গান কবির জন্য কবিতা
আমার জীবনে যাকে প্রয়োজন
পাইনি আজও তার দেখা
আমি একা বড় একা,আমি একা বড় একা।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply