দেখা হবে তাড়াতাড়ি
তবে তাড়াহুড়ো নেই যে আর,
দেখা হবে কালই
ছবিগুলো নিয়ে যাবো আর।
অচিরে অচিরে
হৃদয়ে হলফনামা,
বদলাবে ঠিকানা তোমার।
আরো একটু আধুনিক
হতে পারলে হতো ভালো,
তুমি এতটা স্বাভাবিক
অমলীন উদ্ভাসিত আলো।
তিমিরে ফিরে
শেখানো হবে আয়নায়,
মেপে মেপে বাসতে ভালো।
আগে থেকে বলে রাখি
আমি রাখবোনা খবর তোমার,
সামাজিক মাধ্যমে
খুঁজবোনা মিথ্যে উপচার।
শুধু প্রহরে প্রহরে
প্রতিধ্বনি তোমার নামে,
নালিশে নালিশে পাহাড়
শুনবে নালিশে নালিশে পাহাড়।
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1