নিজের চিন্তা, মতামত এবং কাজকর্মকে সর্বাপেক্ষা উত্তম মনে করা এবং অন্যের সবকিছুকে তুচ্ছ জ্ঞান করার নামই আত্মপ্রশস্তি এবং ইহা একটি মারাত্মক চারিত্রিক দোষ৷

— ইমাম গাজ্জালি

দেখা হবে তাড়াতাড়ি

দেখা হবে তাড়াতাড়ি
তবে তাড়াহুড়ো নেই যে আর,
দেখা হবে কালই
ছবিগুলো নিয়ে যাবো আর।
অচিরে অচিরে
হৃদয়ে হলফনামা,
বদলাবে ঠিকানা তোমার।
আরো একটু আধুনিক
হতে পারলে হতো ভালো,
তুমি এতটা স্বাভাবিক
অমলীন উদ্ভাসিত আলো।
তিমিরে ফিরে
শেখানো হবে আয়নায়,
মেপে মেপে বাসতে ভালো।
আগে থেকে বলে রাখি
আমি রাখবোনা খবর তোমার,
সামাজিক মাধ্যমে
খুঁজবোনা মিথ্যে উপচার।
শুধু প্রহরে প্রহরে
প্রতিধ্বনি তোমার নামে,
নালিশে নালিশে পাহাড়
শুনবে নালিশে নালিশে পাহাড়।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply