হে বিশ্বাসীগণ নিজের আত্মাকে পাহারা দাও ৷ যদি তুমি ন্যায়ের অনুসরণ কর, বিপথগামীরা তোমার কোন ক্ষতিই করতে পারিবে না ৷

— আল কোরআন

চারিদিকে কোলাহল অবাক পৃথিবী নির্জন তা হারায়

চারিদিকে কোলাহল অবাক পৃথিবী নির্জন তা হারায়
ভাবনার ভীরে বসে কষ্টে মন আজ লজ্জাতে লুকায়
মন যেতে চায় অজানায়,মন যেতে চায় অজানায় ||
একটু একটু করে কতটা পথ হেটেছে সংসার, ক্লান্তির শেষে এসে প্রশ্ন জাগে
আমি কার কে তোমার ?
আকালের হাঁটে এসে অমুল্যবোধ মূল্য যে হারায়
আবার কবে হবে বোধের বাজার দর কাঙ্খিত সীমানায়
মন যেতে চায় অজানায়,মন যেতে চায় অজানায় ||
এদিন সুদিন হবে মানব সংসারে থাকবেনা হাহাকার
উত্তর দিয়ে যাবে সময়ের চক্র আমি কার কে তোমার কে তোমার
হেঠে হেঠে একদিন জীবনের শেষ পারে চলে যাই অবেলায়
কত কি করার ছিলো কিছুই তো হলনা ভেবে যাই এবেলায়
আমি যাবনা অজানায়,না না যাবনা অজানায়
আমি যাবনা অজানায়,না না যাবনা অজানায় ||
……………………………….
চারিদিকে কোলাহল
মিলন মাহমুদ
এলবাম : চারিদিকে কোলাহল

charidike kolahol lyrics

What’s your Reaction?
+1
11
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply