তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
দিলে চায়, মনে চায়…
দিলে চায়, মনে চায়, প্রাণে চায় তারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
বসন্ত কালে কোকিল ডাকে কুহু সুরে
বসন্ত কালে কোকিল ডাকে কুহু সুরে
যৌবন বসন্ত এমন…
যৌবন বসন্ত এমন, থাকতে দেয় না ঘরে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
আতর, গোলাপ, চুয়া-চন্দন ছিটাই দাও ঘরে
আতর, গোলাপ, চুয়া-চন্দন ছিটাই দাও ঘরে
সাজাও গো ফুলের বিছানা…
সাজাও গো ফুলের বিছানা, পবিত্র অন্তরে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
আসিলেও আসতে পারে ভরসা অন্তরে
আসিলেও আসতে পারে ভরসা অন্তরে
করিমে কয়, আইলে কি আর…
করিমে কয়, আইলে কি আর ছাইড়া দিমু তারে!
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
দিলে চায়, মনে চায়…
দিলে চায়, মনে চায়, প্রাণে চায় তারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
tomra kunjo sajao go aj amar pranonath asite pare lyrics