Give, even if you only have a little.

— Buddha

বাদামওয়ালার গান

কোথাও আলো নেই আমাদের
কোথাও আনন্দ নেই বলে
এই অন্ধকারে শুধু এক বাদামওয়ালার গান জাগে

ভ্রমের হাসিতে এমন উজ্জ্বল মরীচিকা
তৃষ্ণায় নিভে যাওয়া চাঁদ
আদিম যৌনক্ষুধার ঝড়ে হিল্লোলিত হয়

বিকেলের ম্রিয়মান সংকেতে
উদ্দাম নরনারীগুলি ক্ষয়িষ্ণু মাছির মতো ওড়ে
তাদের ডানার কম্পনে লেগে আছে জীর্ণ যৌনরেণু

ঘোর তমসার কাছে আমাদের সংস্কৃতি শয্যা পাতে
ইন্দ্রিয়পরাগে প্রাগৈতিহাসিক ফুল ফোটে
কোন্ উত্তরণ আজ সভ্যতার ক্রীতদাস লেখে?

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply