প্রত্যেকে নিজ নিজ কর্মের জন্য দায়ী, একের পাপের বোঝা অন্যে বহন করবে না ৷ -6:164

— আল কোরআন

সাধারণ জ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর

  1. বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা কে?
    a. জি. লেমেটার √ b. স্টিফেন হকিং
    c. নিউটন d. কোপার্নিকাস
  2. “মহাবিশ্ব ক্রমেই সম্প্রসারিত হচ্ছে” এর আবিস্কারক ?
    ক. কোপার্নিকাস খ. এডউইন হাবল√
    গ. হিপ্পার্কাস ঘ. গ্যালিলিও গ্যালিলি
  3. ছায়াপথ তার নিজের অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে বলে-
    ক. লাইট ইয়ার খ. কসমিক ইয়ার√
    গ. সিসমিক ইয়ার ঘ. সাউন্ড ইয়ার
  4. পৃথিবীর জলরাশির শতকরা কতটুকু সমুদ্র ধারণ করে?
    ক. ৯৭.২৫% √ খ. ৯৩.৪৭% গ. ৯০% ঘ. ৮০%
  5. বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ?
    ক. ভোলা খ. সুন্দরবন √ গ. ঢাকা ঘ. কুষ্টিয়া
  6. জোয়ারের কতক্ষণ পরে ভাটা সংঘটিত হয়?
    ক. ৬ ঘন্টা ১৩ মিনিট√ খ. ১২ ঘন্টা ১৩ মিনিট
    গ. ৬ ঘন্টা ২৬ মিনিট ঘ. ১২ ঘন্টা ২৬ মিনিট
  7. বায়ুমন্ডলের স্তর কয়টি?
    ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫√
  8. সমুদ্রে বায়ুর স্বাভাবিক চাপ-
    ক.৭০ সেমি খ.৭৬ সেমি √
    গ.৭৫ সেমি ঘ.৩৫ সেমি
  9. SIDR শব্দের অর্থ-
    ক. কান খ. চোখ√ গ. হাত ঘ. পা
  10. বিবর্তনবাদের জনক কে?
    ক. আইনস্টাইন খ. আলেকজান্ডার
    গ. ডারউইন √ ঘ. লুই পাস্তর
  11. বানিজ্যিক ভাবে মুক্তাচাষকে বলা হয়-
    ক. সেরিকালচার খ. পেয়ার্লকালচার√
    গ. সিউডো কালচার ঘ. টেমিনোকালচার
  12. BMI দ্বারা কি নির্দেশ করা হয়?
    ক. ওজন খ. চর্বির পরিমাণ √
    গ. উচ্চতা ঘ. সুস্থতা
  13. শ্বসনের ফলে কি উৎপন্ন হয়?
    ক. অক্সিজেন খ. কার্বন ডাই অক্সাইড √
    গ. নাইট্রোজেন ঘ. বায়ু
  14. বৃক্কের গঠনগত ও কার্যকরী একক-
    ক. মাইটোকন্ড্রিয়া খ. নেফ্রন √
    গ. ফ্রেয়ন ঘ. এনামেল
  15. মানব দেহের সবথেকে বড় গ্রন্থি-
    ক. ফিমার √ খ. রেডিও গ. স্টেপিস ঘ. আলনা
  16. স্মার্ভি রোগ হয় কিসের অভাবে?
    ক. ফ্লুরাইড খ. ভিটা-এ
    গ. ভিটা-সি √ ঘ. আয়োডিন
    17.পেনিসিলিয়াম আবিস্কৃত হয়-
    ক. ১৯১৯ সালে খ. ১৯৩৯ সালে
    গ. ১৯২৯ সালে√ ঘ. ১৯১১ সালে
  17. ক্যালকুলেটরে সংখ্যা ফুটিয়ে তোলার জন্য ব্যাবহৃত হয়-
    ক. LED √ খ. FET গ. Diode ঘ. PEE
  18. ট্রানজিস্টর কাজ করে কি হিসেবে?
    ক. ইমিটার খ. কালেক্টর গ. বেইজ ঘ. সবগুলো√
  19. আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে-
    ক. আইসি √ খ. ডায়োড
    গ. ট্রানজিস্টর ঘ. ট্রান্সফরমার
  20. ইলেকট্রনিক বর্তনীতে এমপ্লিফায়ার হিসেবে ব্যাবহার করা হয়-
    ক. ট্রান্সফরমার খ. ডায়োড
    গ. আইসি ঘ. ট্রানজিস্টর √
  21. থিউরি অব রিলেটিভিটির প্রবক্তা-
    ক. আইনস্টাইন √ খ. গ্যালিলিও
    গ. আইজ্যাক নিউটন ঘ. সক্রেটিস
  22. কোন গ্রহের একটিও উপগ্রহ নেই ?
    A. শুক্র √ B. পৃথিবী
    C. বৃহস্পতি D. ইউরেনাস
  23. টিকা কে আবিস্কার করেন?
    A. এডওয়ার্ড জেনার √ B. আলেকজান্ডার
    C. ল্যামার্ক D. ওয়াটসন এন্ড ক্রিক
  24. স্মৃতিকোষ কোথা থেকে উৎপত্তি হয়?
    A. নিউরোসাইট B. লিম্ফোসাইট√
    C. ইরাইথ্রোসাইট D. নিডোসাইট
  25. ব্যাক্টেরিয়া ধ্বংসে অ্যান্টিবডিকে সহায়তা করে?
    A. কমপ্লিমেন্ট সিস্টেম √ B. ভ্যাক্সিন
    C. ইন্টাফেরন D. ম্যাক্রোফেজ
  26. মানবদেহের মৌলিক ইউনিটের নাম কি?
    A. কোষ √ B. নিউক্লিয়াস
    C. মাইটোকন্ডিয়া D. নিউক্লিওয়াস
  27. সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজ চালককে কি অনুসরণ করতে হয়?
    A. সমুদ্র স্রোত √ B. ধ্রুব তারা
    C. বায়ু প্রবাহের দিক D. অক্ষাংশ
  28. ফোটনের নিশ্চল ভর কত?
    A. ইলেক্ট্রনের সমান B. প্রোটনের সমান
    C. শূন্য √ D. কোনটিই নয়
  29. বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
    A. মেরু অঞ্চলে √ B. বিষুবীয় অঞ্চলে
    C. পাহাড়ের ওপর D. পৃথিবীর কেন্দ্রে
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply